৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ

জামায়াতের বিক্ষোভ মিছিল
জামায়াতের বিক্ষোভ মিছিল | ছবি: এখন টিভি
0

নভেম্বরের মধ্যেই গণভোট ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহ মহানগরে আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (শনিবার, ২৫ অক্টোবর) বিকেলে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর রেলওয়ে কৃষ্ণ চূড়া চত্বরে এসে হাজির হন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা,আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে নির্বাচন অনুষ্ঠিতের পক্ষে দাবি জানান নেতাকর্মীরা।

আরও পড়ুন:

পরে বিকেল ৫টার পর রেলওয়ে কৃষ্ণ চূড়া চত্বর থেকে বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমির, ময়মনসিংহ মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ময়মনসিংহ-৪ (সদর) প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়, পরে মিছিলটি নগরীর বড় মসজিদ হয়ে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

ইএ