আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর রামপুরায় অনুষ্ঠিত এক গণসমাবেশে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর রামপুরা থানা শাখা, যার উদ্দেশ্য ছিল ৫ দফা দাবি আদায়।
আরও পড়ুন:
এ টি এম মা’ছুম বলেন, ‘বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।’
যারা বলেছিলেন পিআর বোঝে না, তারা উচ্চকক্ষে পিআর রেখেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন উল্লেখ করে এ টি এম মা’ছুম বলেন, ‘নিম্নকক্ষে পিআর হলে একটি দল জনগণকে বোকা বানাতে পারবে না।’
তাই তারা নিম্নকক্ষে পিআর চায় না বলেও মন্তব্য করেন তিনি।
এসময় রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার দাবি জানান তিনি।





