আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) সকালে নির্বাচন ভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আদলে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা বিষয়েও রয়েছে কার্যতালিকায়।
আরও পড়ুন:
একইসঙ্গে নির্বাচনপূর্ব ও নির্বাচনকালে অনিয়ম রোধে কমিটি গঠন ও ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন অবাধ, বিশ্বাসযোগ্য ও ভোটারদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগে সম্ভাব্য সব প্রতিবন্ধকতা অপসারণসহ কমিশনের তৎপরতার বিষয়ে জানতে চায় বিএনপি।
সবমিলিয়ে ডিসেম্বরের প্রথমার্ধের তফসিলের আগে এসব বিষয়ে ইসির কার্যকরী ভূমিকা চায় দলটি। বৈঠকটি সকাল ১১টায় শুরু হয়ে এখনো চলছে।




