বিএনপিকে আদর্শিক দল হিসেবে জনগণ দেখতে চায়: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
0

গৎবাঁধা রাজনীতি আর চলবে না। বিএনপিকে আদর্শিক দল হিসেবে জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভ্যাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

আমির খসরু বলেন, ‘জনগণের মনজগতে বড় পরিবর্তন এসেছে সেগুলো ধারণ করেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে ভিশন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে শুধু রাজনীতিই নয়, অর্থনীতি ও খেলাধুলাকে গণতান্ত্রায়ন করতে হবে।’

এসময় বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটা অঞ্চলে স্পোর্টস সেন্টার করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

সেজু