গতকাল ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চান ফখরুল’ শিরোনামে ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব এবং দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে উদ্দেশ্য-প্রণোদিতভাবে ও বানোয়াটভাবে এ সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা।
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের অসত্য বক্তব্য নিয়ে দেশের জনগণ এবং দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।





