আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) বিএনপির গুলশানের কার্যালয়ে গুম-খুনের শিকার হওয়ায় নেতাকর্মী ও জুলাই আন্দোলনে আহতদের মাঝে তারেক রহমানের অনুদান শীর্ষক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় দুটি দলের নেতাদের টার্গেট করে দল দুটিকে মাইনাস করার চক্রান্ত হয়েছে। সেই চক্রান্ত এখনো চলছে।’ তবে মৃত্তিকার সঙ্গে সম্পৃক্ত দলকে এতো সহজে মাটিতে মেশানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন:
এসময় আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, ‘১৫ বছরে গণতন্ত্রের শেষ বিন্দু পর্যন্ত আওয়ামী লীগ ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সংগ্রাম চালিয়ে গেছে।’
যারা নিজের দেশের মানুষকে গুলি করে মারার নির্দেশ দেন, তাদের প্রত্যাবর্তন এদেশের মানুষ হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এসময় যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানান বিএনপির এ নেতা।





