নির্বাচনে কাউকে বিএনপির মনোনয়ন দেয়া হয়নি: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
0

আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত কাউকে বিএনপির মনোনয়ন কিংবা সবুজ সংকেত দেয়া হয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘একটি মহল পত্রিকায় অপপ্রচার করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে।’ এসব খবরে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ‘তফসিল ঘোষণার পর জনগণের রায় অনুযায়ী যোগ্য ও সৎ প্রার্থীকে মনোনয়ন দেবে দল।’ এসময় মনোনয়নপ্রত্যাশীদের জনগণের জন্য কাজ করার তাগিদ দেন তিনি।

তিনি দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে একটি চক্র কাজ করছে। তারা বিএনপিকে কলঙ্কিত করার জন্য নানা অপপ্রচার চালাচ্ছে এবং কিছু গণমাধ্যমকে ব্যবহার করছে।

বিএনপির মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে রিজভী বলেন, ‘দলের গঠনতন্ত্র অনুযায়ী পার্লামেন্টারি বোর্ড প্রার্থী মনোনয়ন দেয় এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।’ তাই তফসিল ঘোষণার আগে প্রকাশিত মনগড়া খবর নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

এএইচ