আজ (বুধবার, ২ জুলাই) সকাল ১১টায় শুরু হওয়া সংলাপে জামায়াত, এনসিপি, এবি পার্টিসহ বেশিরভাগ দল ঐকমত্য কমিশনের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবকে সমর্থন জানায়। শুরুতে আপত্তি জানালেও পরে বিএনপিও তাতে একমত পোষণ করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ৭০ অনুচ্ছেদ ও স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ নিয়ে দল একমত হয়েছে। আর ন্যায়পালের হাতে অনেক ক্ষমতা দেয়ার বিষয়েও একমত বিএনপি।
তবে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ায় বিএনপি এখনও তাদের অবস্থান পুরোপুরি স্পষ্ট করেনি। দলটি ত্রয়োদশ সংশোধনী বহালের পক্ষে মত দিলেও, বিচার বিভাগ এতে থাকবে কি না সে বিষয়ে আরো আলোচনা প্রয়োজন বলে জানায়। পাশাপাশি বিএনপি প্রধানমন্ত্রী মেয়াদের সময়সীমা ১০ বছরে নির্ধারণে একমত হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ।
আরও পড়ুন
এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, ‘রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অলপার্টি পার্লামেন্টারি কমিটি গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে হবে। নাহলে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।’ তবে সাবেক প্রধান বিচারপতিদের তত্ত্বাবধায়ক প্রধান করা যাবে না বলেও জানান তিনি।
অন্যদিকে, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘সাংবাদিক প্রতিষ্ঠান প্রধান নিয়োগসহ মৌলিক সংস্কারে ঐকমত্য না হলে সামান্য বিষয়ে ঐক্য হওয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’
সংলাপ শেষে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসেই ‘জুলাই সনদ’ ঘোষণা করা সম্ভব।





