সরকারের গতি না থাকলে নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

সরকার যদি গতিশীল না হয়, তাহলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ২৪ জুন) সকালে রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মব জাস্টিস প্রসঙ্গে রিজভী বলেন, ‘বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন, তাদের অবশ্যই বিচার হতে হবে। তবে সেটা হেনস্তা বা মবের মাধ্যমে নয়, বরং আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত।’

তিনি প্রশ্ন রাখেন, ‘পুলিশের সামনে কীভাবে মব হয়? আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জনতা কীভাবে ধরে? এটি অবশ্যই তদন্তের দাবি রাখে।’

বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘রাতের ভোট ও ডামি নির্বাচনের সঙ্গে যারা যুক্ত, তাদের বিচার করতে হবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারকে প্রথমে নিজেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

এনএইচ