আজ (শুক্রবার, ২০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত যুব সমাবেশে আলাল বলেন, ‘সবাই মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ভোটের কথা বলে।’
তিনি বলেন, ‘১০ মাসে সরকার পদে পদে হতাশ করেছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাদের অপসারণ না করে, বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে।’
তিনি আরও বলেন, ‘দলের প্রধান উপদেষ্টাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং গণতান্ত্রিক অভিযাত্রায় জনগণের সঙ্গে রয়েছে বিএনপি।’





