বিকৃত তথ্য উপস্থাপন করে উপদেষ্টা মাহফুজ শপথ ভেঙেছেন: শিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান | ছবি: সংগৃহীত
0

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে বিকৃত তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে রাষ্ট্রের কাছে নেয়া শপথ ভেঙেছেন বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান। আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে ঢাকা কলেজে শিবিরের ঐতিহাসিক ‘কোরআন দিবস’ উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুর রহমান বলেন, ‘তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে বিকৃত তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে রাষ্ট্রের কাছে নেয়া শপথ ভেঙেছেন।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘গোলাম আজমের বাংলাদেশ নামে যে স্লোগান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটি কে বা কারা দিয়েছে সেটি খুঁজে বের করুন।’ এসব করে ঐক্যে ফাটল ধরানো যাবে না বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে বাংলা অনুবাদসহ একটি করে কোরআন তুলে দেয় ছাত্রশিবির। তাদের দাবি, কোরআনের আলো ছড়িয়ে গেলেই মিথ্যা, অপতথ্যের প্রসার বন্ধ হবে।

এএইচ