'জনগণকে ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: এখন টিভি
0

জনগণকে ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে, জনআকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরেই নির্বাচনের জন্য দলগুলো উদগ্রীব বলে জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। আর বাংলাদেশ জন-অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের শীর্ষ নেতারা জানান, তাদের সাথে অনেক বিষয়ে একমত বিএনপি।

নির্বাচন ইস্যুতে সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে পর আত্মতুষ্টির ঢেকুর তুলতে পারেনি বিএনপি। অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়ার বিষয়েও অনড় দলটি।

এমন প্রেক্ষাপটে রাজনৈতিক মিত্রদের সাথে নিয়ে নানা কৌশল, নির্বাচনের দাবি জোরালো, স্বল্পসময়ে সংস্কারের ইতি টানাসহ নানা ইস্যুতে সমমনা দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক শুরু করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

এরই অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) বিকেলে বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্য। সেখানে সংস্কার বিষয়ে দলের অবস্থান ও আসন্ন নির্বাচন নিয়ে আলাপ হয়।

বৈঠক শেষে জন অধিকার পার্টির নেতারা জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবিতে বিএনপির সঙ্গে একমত তারা।

জন অধিকার পার্টির চেয়ারম্যান ইসমাই সম্রাট বলেন, ‘জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে একজন জনপ্রতিনিধিত্বশীল সরকার খুব প্রয়োজন।’

আর গণতান্ত্রিক বাম ঐক্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, সংস্কারের কথা বলে গণতন্ত্রের টুঁটি চেপে ধরা ঠিক হবে না।

গণতান্ত্রিক বাম ঐক্য সমন্বয় আবুল কালাম আজাদ বলেন, ‘পৃথিবীর শুরু থেকে সংস্কার শুরু হয়েছে। আর পৃথিবী ধ্বংস হওয়ার আগের দিন পর্যন্ত সংস্কার চলবে। এই জন্য সংস্কারের কথা বলে গণতন্ত্রের টুঁটি চেপে ধরতে পারি না।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ভোট নিয়ে তাড়াহুড়ো করছে কি তার দল? জবাবে তিনি জানান, নির্বাচনের জন্য দেশের মানুষ উদগ্রীব হয়ে আছে। জানান, অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কার প্রস্তাবনাগুলো প্রকাশ করা।

তিনি বলেন, ‘ডিসেম্বরের নির্বাচনের জন্য দেশের মানুষ উদগ্রীব হয়ে আছে। ভোট দেয়ার জন্য প্রস্তুত। অন্য কোনো কারণ এনে গণতন্ত্রের পক্ষে বিপক্ষের একটা শক্তি এখন কারা গণতন্ত্র চাই আর চাই না।’

এদিকে দলের আরেক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নেতা-কর্মীদের নির্যাতন ও আত্মত্যাগের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে বিএনপি। তিনি বলেন, বর্তমানে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে; প্রায় সবগুলোই বিএনপির ৩১ দফার মধ্যে আছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জনগণের সঙ্গে থাকা ছাড়া উপায় নেই। জনগণকে সঙ্গে রাখুন। জনগণের সঙ্গে থাকুন।’

সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে বিএনপি এগিয়ে নিতে চায় বলেও জানান তারেক রহমান।

সেজু