আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'সবাই ধরেই নিয়েছে ডিসেম্বরে পরে নির্বাচন দেয়ার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে অনেকে বলছে ডিসেম্বর অনেক দেরিতে। কিন্তু তারপরেও ডিসেম্বর 'কাট অফ টাইম' হিসেবে ধরে নিয়েছে সবাই। এবং সবার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো।'
তিনি বলেন, 'গণতন্ত্র ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য আমরা ১৫ থেকে ১৬ বছর সংগ্রাম করেছি। সেটা ফিরিয়ে দেয়ার একমাত্র পথ নির্বাচন। তার মাধমে গণতন্ত্র ফিরে আসবে।'
এসময় আমীর খসরু বলেন, 'ইইউ ও চায় আগামী তে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে। ইইউ রাষ্ট্রদূতের সাথে আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। আর এই ব্যাপারে গণতন্ত্রে যারা বিশ্বাসী তাদের দ্বিমত থাকার কথা নয়।'
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি বৈঠকে ছিলেন বিএনপির শীর্ষ নেতা ও সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ।