‘সংস্কারের সুযোগে আওয়ামী লীগ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে’

সংস্কারের সুযোগে আওয়ামী লীগ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে | এখন
0

সংস্কারের সুযোগে আওয়ামী লীগ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

আজ (বুধবার, ১২ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে নারীর বিরুদ্ধে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আলোচনা সভায় একথা বলেন তিনি।

জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে দ্রুত নির্বাচন দেয়ার তাগিদ দেন তিনি। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিচার নিশ্চিতে দ্রুত সময়ে নির্বাচন প্রয়োজন।’

শেখ পরিবারকে গণতন্ত্রের হত্যাকারী উল্লেখ করে দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান। নারীকে সহিংসতার বিপক্ষে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।

ইএ