'এই নৌকা আর উঠবে না'

এখন জনপদে
রাজনীতি
0

শেখ মুজিব আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন আর শেখ হাসিনা স্থায়ীভাবে আওয়ামী লীগের নৌকাকে ডুবিয়ে গিয়েছেন। এই নৌকা আর উঠবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশিদ।

আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুনহাট এলাকার হেফজুল মাদ্রাসা মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আওয়ামী ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'বাংলাদেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন শেখ মুজিব। যে কারণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় সদস্যের দ্বারা নিহত হলেন তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস ধানমন্ডি ৩২ নাম্বারে শেখ মুজিবের রক্তাক্ত মরদেহ কেউ দেখতে যায়নি। এমনকি জানাজার জন্য কোনো আয়োজন করাও হয়নি।'

তিনি বলেন, 'শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। বাংলাদেশে দু:শাসনের জন্ম দিয়েছেন। দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছেন। এদেশের রাজনীতিকে পঙ্গু করে দিয়েছিলেন। এক দলিয়কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিলেন। এজন্য শেখ হাসিনার পরিণতি হয়েছে পিতার চেয়েও মর্মান্তীক এবং নির্মম।'

জামায়াত ইসলামীর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, 'আমি বলেছি জামায়াতে ইসলামী একটি ধর্ম ব্যবয়াসী দল। কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারী বয়ান করে গিয়েছেন। যেখানে সভাপতিত্ব করেছেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী। প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। এটি তাফসির মাহফিল নয় দলীয় মঞ্চ। তারা এই তাফসিরের আয়োজন করেছে আমার বাড়ির পাশে। তবেও আমি পুলিশ-প্রশাসনকে বলেছিলাম। এই তাফসিরে যেন বিশৃঙ্খলা না হয়।'

ইএ