দীর্ঘ ১৬ বছর পর নড়াইলে বিএনপির আনুষ্ঠানিক সম্মেলন। এতে অংশ নিতে ভোর থেকে নড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা।
নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এসময় দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেয়ার আহ্বান জানান স্থানীয় ও কেন্দ্রীয় নেতা কর্মীরা।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ‘আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার হবে ইন শা আল্লাহ। এবং সামনে নির্বাচন। সেই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার।’
পরে, দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, ৩১ দফার আলোকে দেশকে পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির লক্ষ্য।
তারেক রহমান বলেন, আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য। ঝাপিয়ে পড়তে হবে আমাদের। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে একত্রিশ দফার মাধ্যমে দেশকে গড়ে তুলবো।’
আওয়ামী লীগ আমলাতন্ত্র থেকে শুরু করে অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব কিছু ধ্বংস করেছে বলে এসময় মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা এখানে উপস্থিত প্রতিটি মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করবো। আমাদের সামনে লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।’
সম্মেলনে জেলার ৭০৭ জন দলীয় কাউন্সিলর ভোট দিয়ে শীর্ষ নেতৃত্ব নির্বাচন করবেন।