শরীফ উদ্দীন জুয়েল বলেন, 'এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ছয় মাস সময় অতিবাহিত করেছে কিন্তু এখন পর্যন্ত হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি এদেশের মানুষ দেখতে পাচ্ছে না।'
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'দ্রুত হাসিনার বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করুন। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিন।'
তিনি অভিযোগ করে বলেন, 'আপনারা যখনি হাসিনার টেলিফোন আলাপ জনসম্মুখে আসে তখন একটু হম্বিতম্বি করেন কিন্তু কার্যত এখনও হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে বসে আছে সেই ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ করেন না।'
ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, 'এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে, তারা নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না। এ দেশের জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়, জনগণ চায় তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ সংস্কারে ভূমিকা রাখবে।'
তিনি অতি দ্রুত নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বিশেষ জোর দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এর প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগর উত্তর যুবদল এর যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জুলহাস আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম পিন্টুসহ আরও অনেকে।