আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) সকালে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে নির্বাচন কমিশনে প্রবেশ করে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল।
নির্বাচন কমিশনারদের সাথে সাক্ষাতে আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনেরও প্রস্তাব দিয়েছে ইসলামিক দলটি। বিগত সরকার আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে, সেটা পুনর্বহালেরও দাবি জানানো হয়েছে।
রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করতে হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, 'জাতিসংঘের মানবাধিকার কমিশনে জামায়াত নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।'