এদিকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনায় যাচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল।
বিএনপি চাইছে আগস্টের মধ্যে নির্বাচন। অন্যদিকে সংস্কারের জন্য যৌক্তিক সময় চাইছে সরকার।
আর এই নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি প্রতিনিধি দল। বৈঠকটি অনুষ্ঠিত হবে সন্ধ্যায়। জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান ও স্পষ্ট রোডম্যাপ জানতে চাইতে পারে দলটি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্ব আরও থাকবেন খন্দকার মোশাররফ হোসেন ও সালাহউদ্দিন আহমেদ।
এদিকে নির্বাচন দেরি করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের পথে সরকার যাচ্ছে কিনা সেদিকে ড. ইউনূসকে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, 'কার ইঙ্গিতে, কীসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মঈন ফখরুদ্দিনের জন্ম দেয়ার বিষয়গুলো জনগণ ইতিমধ্যেই শুরু করেছে। এটা আমার কথা নয়। জনগণের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই, জানতে চাই আপনার কাছে, ডেভিল হান্ট সময়মতো কেন করা হলো না।'
সোমবার প্রেসক্লাবের সামনে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী চালক দলের প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব বলেন।
অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের কথা বলছে। আওয়ামী লীগের বিচার ও নির্বাচনের দাবিতে বিএনপি আবার রাস্তায় নামবে।
দুদু বলেন, 'যত অপকর্ম বাংলাদেশে হয়েছে তা শেখ মুজিবের শাসনকালে এবং শেখ হাসিনার শাসনকালে। শেখ মুজিবের শাসনকালে যেমন রক্ষীবাহিনী তৈরি করা হয়, ৪০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়।'