আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) রোববার বিকেলে হজরত শাহ জালাল বিমানবন্দরে প্রবেশ করেন তারা। এর আগে সফর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির এই দুই নেতা।
এ সময় তারা জানান, যুক্তরাষ্ট্রের প্রথাগত এই অনুষ্ঠানে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেতে না পারায় তার পরিবর্তে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দিবেন।
সাইডলাইনে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে বলেও জানান বিএনপির শীর্ষ এই দুই নেতা।