'ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি'

রাজনীতি
0

ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (শুক্রবার, ৩১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াঁজো কমিটির সাথে জমিয়তে উলামায়ে ইসলামের বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, 'ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না।'

তিনি বলেন, 'পূর্বের ন্যায় যেকোনো আন্দোলনে বিএনপির সাথে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।'

এছাড়া ধারাবাহিক রাজনৈতিক বৈঠকের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'বৈঠকটিতে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আর্থ সামাজিক নানা বিষয়ে বিষদ আলোচনা হয়েছে।'

এর আগে বিএনপি সমমনা ১২ দলীয় জোটের সাথে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

ইএ