'নির্বাচনই গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার একমাত্র পথ'

দেশে এখন
রাজনীতি
0

নির্বাচনই গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগের তিন জেলা নিয়ে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, 'বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহলের ষড়যন্ত্র চলছে।' এদিকে গণঅভ্যুত্থানের দিন স্মরণীয় করে রাখতে আবারও ৫ আগস্টেই নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

স্বাধীনতা পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধকে করা হয় নানাভাবে বিতর্কিত। কোনো কোনো দলের বিরুদ্ধে অভিযোগ উঠে মুক্তিযুদ্ধের বিরোধিতা বা নিজেদের স্বার্থে একে ব্যবহার করা।

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির মাঠে আবারও আলোচনা ১৯৭১। বিভিন্ন পক্ষের মধ্যে ২৪ ও ৭১ প্রশ্নে নানামুখী আলোচনা চলতে দেখা যায় । জবাব দিতে দেখা যায় অভ্যুত্থানের নেপথ্যে নায়ক শিক্ষার্থী কিংবা উপদেষ্টাদেরও।

এমন প্রেক্ষাপটে বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি করতে চাইলে সফল হবে না।

রুহুল কবির রিজভী বলেন, '৫ আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান। এর বার্তা, রূপ, বৈশিষ্ট্য এক ধরনের। আর ১৯৭১ এর মুক্তিযুদ্ধ আরও বড় ক্যানভাসে। ৩০ লাখ মানুষের আত্মদান। ওইটাকে ছোট করে এটাকে বড় করলে লাভ হবে না।'

এদিকে খুলনা বিভাগের তিন জেলা নিয়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তারেক রহমান জানান, কোনো কোনো দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, দেশের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ।

তারেক রহমান বলেন, 'কীভাবে এ দেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে কাউকে আমরা দেখেছি, সরাসরি এই দেশের মানুষের সবচেয়ে বড় অর্জন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে।'

এসময় নির্বাচনই গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, 'মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে নির্বাচন। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল, বিভিন্নভাবে তৈরি হচ্ছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি।'

এদিকে জাতীয় প্রেসক্লাবে আলাদা আলোচনা সভায় গণঅভ্যুত্থানকে স্মরণীয় করতে ৫ আগস্ট আবারও নির্বাচনের দাবি জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আমরা আলোচনা করবো। এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্পমেয়াদি জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপর আমরা একটি সঠিক সময়ে নির্বাচনে যাই যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই-আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। যে তারিখ মানুষ মনে মধ্যে হৃদয়ে ধারণ করে, সে তারিখকে আরও স্মরণীয় করুণ এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন। সেটা হলো ৫ আগস্ট।'

গণহত্যা পরিচালনার জন্য শেখ হাসিনার পাশাপাশি রাজনৈতিক দলেরও বিচারের দাবি জানান বিএনপির এই নেতা।

এসএস