সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজ (শনিবার, ২৫ জানয়ারি) কাওরানবাজারে 'নগর সম্মেলন ২০২৫' এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'রাজনৈতিক শুদ্ধাচার ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে কার্যকরী নির্বাচন ব্যবস্থা সংখ্যানুপাতিক পদ্ধতি। যার মধ্যে দিয়ে সবার মতামতের প্রতিফলন ঘটবে।'
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, 'গণঅভ্যুত্থানে যে সকল রাজনৈতিক দলকে আমরা সঙ্গে পেয়েছি, বর্তমানে তাদের অনেকেই আমাদের সঙ্গে নেই।'
তিনি বলেন, 'আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে একটা দল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে যারাই অবস্থান নিবে তাদের সঙ্গে দেশের মানুষ সম্পর্ক ছিন্ন করবে।'