রাজনীতি
0

‘দেশে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই’

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে অর্থনৈতিক স্থবিরতা চলছে। দেশি-বিদেশি বিনিয়োগ সেভাবে হচ্ছে না। বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিস্থিতি প্রয়োজন। সেদিক থেকে চিন্তা করলে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তাই আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটি রোডম্যাপ দেবে যে কী কী সংস্কার কতদিনে মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে।

আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব একথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, 'আমরা প্রাথমিক ধারণা পেয়েছি নির্বাচন কবে হতে যাচ্ছে। তবে আমরা আরও বেশি আনন্দিত এবং আশ্বস্ত হতাম নির্বাচনটি ঠিক কবে হবে সেটি পরিষ্কার করলে। গত ৫ আগস্টের পর থেকে নানা মহল ষড়যন্ত্রে ব্যস্ত- তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বিঘ্নে দেশ পরিচালনা করার সুযোগ দিতে রাজি না।'

সেক্ষেত্রে নির্বাচিত সরকার যেভাবে দেশের সমস্যা মোকাবিলা করতে পারে, সেটি অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তাই দেশ ও জনগণের স্বার্থে দ্রুত একটি নির্বাচন দিলে সকলের জন্যই মঙ্গলজনক হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জাহিরুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএ