শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টা থেকে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। প্রথম দিনে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমশের মুবিন চৌধুরী, মহাসচিব এড. তৈমুর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা।
দলের ভাইস চেয়ারম্যান ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ বলেন, গত ৬ দিনে ৪৫৩ জন মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম কিনেছেন ও জমা দিয়েছেন। আজ থেকে আমাদের চূড়ান্ত যাচাই-বাছাই শুরু হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টা থেকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।





