অর্থনীতি , পরিষেবা
দেশে এখন
0

মন্থর হওয়া অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা হবে: ড. সালেহ উদ্দিন

দেশের অর্থনীতিকে মন্থর অবস্থা থেকে গতিতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

আজ (শনিবার, ১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের অর্থনীতির গতি থেমে যায়নি। তবে মন্থর হওয়া সেই গতি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। সেইসঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু করতে হবে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।’

তিনি বলেন, ‘ব্যাংক খাতে সুশাসন ও আস্থা ফিরিয়ে আনতে কাজ করা হবে।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এটি একটি স্পর্শকাতর বিষয়, তার পদত্যাগপত্র জমা নেওয়া বা না নেওয়ার বিষয়ে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। আগামীকাল একটি বৈঠক আছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘গভর্নরকে কেউ বাধ্য করেছেন, বা তিনি বাধ্য হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর