আজ (শনিবার, ২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই হাফিজিয়া মাদ্রাসা মাঠে শহীদ পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পাঠানো উপহার হস্তান্তর, হতদরিদ্রদের মাঝে খাবার ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, 'একটি রাজনৈতিক দলের একাত্তরের ভূমিকা বিতর্কিত, রাজনৈতিক দলটি একাত্তরে অপরাধ করেছে। তারা একাত্তরের স্মৃতিকে ভুলিয়ে দিতে চায়, দ্বিতীয় স্বাধীনতার কথা বলে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ স্থানীয় নেতারা।