নতুন বাংলাদেশ নির্মাণে উদ্যোক্তাদের গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধান উপদেষ্টা

ড. ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি

দেশে এখন
0

স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার আনতেই সংস্কার চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি আরও জানান, নতুন বাংলাদেশ নির্মাণে উদ্যোক্তাদের গুরুত্ব দেয়া হচ্ছে।

পৃথিবীর অন্যতম সেরা বিদ্যাপীঠ চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। ১২৭ বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশি শিক্ষার্থী এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের চীনা শিক্ষার্থীরা অভ্যর্থনা জানান ড. মুহাম্মদ ইউনূসকে। সাদরে গ্রহণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গোং চি হোয়াং। এরপরই ঘোষণা দেয়া হয় পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করা হয়েছে ড. ইউনূসকে।

এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনুস। শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তার থ্রি জিরো ধারণা। কীভাবে টেকসই বিশ্ব ব্যবস্থার দিকে এগোনা যায়, তা নিয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনুস ২০০৬ সালে অনারারি অধ্যাপক ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয়ে। সেই সময়কার স্মৃতিচারণ করেন তিনি। জানান, চীন বাংলাদেশের সম্পর্কে গুরুত্বের সঙ্গে স্থান পাবে শিক্ষা বিনিময়।

তিনি জানান, নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের মাধ্যমে স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার আনার পথে হাঁটছে সরকার। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতিমালার কথা বলে তিনি আরও জানান, প্রত্যেক ব্যক্তির সমান সুযোগ নিশ্চিত করছে বর্তমান সরকার।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'আমাদের সংস্কার কমিশন সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে। আমাদের লক্ষ্য নিশ্চিত এবং আমাদের কর্মপরিকল্পনা প্রস্তুত। আমরা আরও সহজ বাংলাদেশ তৈরির জন্য আমরা অর্থনীতিতে আরো গুরুত্ব দিচ্ছি এবং গুরুত্ব পাচ্ছে উদ্যোক্তারা।'

পরে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। আলাদা করে খোঁজ নেন বাংলাদেশের শিক্ষার্থীদের। সবশেষে, সবার সাথে ধন্যবাদ বিনিময় করে বিদায় নেন প্রধান উপদেষ্টা।

এসএস