আজ (বৃহস্পতিবার, ১৮ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলার মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপি সরকার ঘোষণা দিয়েও ডাল-ভাত খাওয়াতে পারেনি। আওয়ামী লীগ সরকার মাছ-মাংস খাওয়াচ্ছে।’
এ সময় সরকার কৃষি খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবসমাজকে উদ্যোক্তা হতে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা করবে সরকার।’
আধুনিক মানসম্পন্ন খামার ও জবাইখানার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘উৎপাদন ও প্রক্রিয়াজাতে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করতে হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে আজ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে শোভা পাচ্ছে নানা জাতের গাভী, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁস-মুরগি, সৌখিন পাখি ও পোষা প্রাণি। এছাড়া প্রাণিসম্পদের উন্নয়নে ওষুধসামগ্রী, টিকা ও বিভিন্ন প্রযুক্তিসহ তিন শতাধিক স্টল রয়েছে।
সেবা সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদিপশু উৎপাদনে উদ্বুদ্ধ করা।’