আজ (রোববার, ৬ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং প্রক্টরের কাছে নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান শেষে সাধারণ শিক্ষার্থীরা এসব কথা বলেন।
তারা বলেন, জাতীয় নির্বাচনের পরে ডাকসু নির্বাচন হলে ক্ষমতাসীনরা সুবিধা নিতে পারে। কোনো ধরনের রাজনৈতিক পাটাতন হিসেবে ঢাবিকে ব্যবহার যেন কেউ করতে না পারে, তাই জাতীয় নির্বাচনের আগেই ডাকসু নির্বাচন অনিবার্য।
নির্বাচন যেন পিছিয়ে দেয়া হয় সে জন্য একটা গোষ্ঠী প্রশাসনকে চাপ প্রয়োগ করছে মন্তব্য করে শিক্ষার্থীরা আরো বলেন, জাকসুর মতো ডাকসুতে ষড়যন্ত্র করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবস্থান ও অনশনেও যাবেন তারা।
এসময় মার্কিন সহায়তায় ইসরায়েল যে ফিলিস্তিন নিধনে নেমেছে তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।