বাজেট ২০২৪-২৫ , বাজেট প্রতিক্রিয়া
দেশে এখন
0

গতানুগতিক বাজেট, কোনো বিশেষত্ব নেই: জিএম কাদের

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বাজেট বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। একইসঙ্গে কোনো বিশেষত্ব নেই বলেও জানান এই সংসদ সদস্য।

বাজেট প্রতিক্রিয়ায় আজ (বৃহস্পতিবার, ৬ জুন) সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘গতানুগতিক বাজেট। কোনো বিশেষত্ব নেই। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য, রিজার্ভ নিয়ে যে সংকট চলছে এটা নিয়ে কোনো পরিকল্পিত দিক নির্দেশনা নেই।’

তিনি বলেন, ‘বাজেটে বড় ঘাটতি। ঋণ অর্থ ফেরত নিয়ে আগে গর্ব ছিল। সেই গর্ব মলিন হয়েছে। শুধু সুদ শোধের বিষয়টি আছে। করের বোঝা চাপানো হয়েছে জনগণের ওপর। এতে মূল্যস্ফীতি কমবে না। রিকশাওয়ালা ফকিরদেরও কর দিতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘যেসব অর্জন বলা হয়েছে, এর অনেকটা লজ্জাজনক। বিশেষ করে বিদ্যুৎ খাতে অর্জন দেখানো হয়েছে। অথচ মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। পাওয়ার স্টেশন বসিয়ে রেখে টাকা দেয়া হচ্ছে। এরকম জ্বালানি খাতে অর্জনের ক্ষেত্রেও একই অবস্থা।’

আসু