জ্বালানি সংকটে দেশটির বিদ্যুত উৎপাদন কমেছে দুই হাজার মেগাওয়াটের বেশি। অন্তত ১৩টি শহর ব্ল্যাক আউটের কবলে পড়েছে। যার প্রভাব পড়েছে দেশেটির অর্থনীতি ও শিল্প খাতে।
বাসিন্দারা জেনারেটর ও ব্যাটারি দিয়ে তাদের দৈনিন্দিন কাজ করছেন। যুদ্ধে ধ্বংস হওয়া ফলে পাওয়ার গ্রিডগুলোও মেরামত করা হয়নি। বিদ্যুতের জন্য বাসিন্দাদের প্রতি মাসে পরিশোধ করতে হচ্ছে ৬০০ মার্কিন ডলার। পেট্রোল ও গ্যাসের জন্য দামেস্কের রাস্তায় দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ সারি।