রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণ করতেই আলোচনা করা হচ্ছে: আলী রীয়াজ

রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণ করতেই আলোচনা করা হচ্ছে: আলী রীয়াজ | Ekhon tv
0

রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণ করতেই রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ (শনিবার, ১২ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে হওয়া সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘প্রাথমিক সংস্কার আলাপ চলতি বছরের মে মাসে শেষ হবে। আমরা সকলেই একমত এখানে (দেশে) রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামে আছে, সেখানে বাংলাদেশ জাসদের ভূমিকাও রয়েছে।’

ইতিমধ্যে ছয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া সংলাপের কথা জানিয়ে আলি রীয়াজ বলেন, ‘আমরা আলোচনা অব্যাহত রাখব।’

এএইচ