আলী রীয়াজ বলেন, ‘প্রাথমিক সংস্কার আলাপ চলতি বছরের মে মাসে শেষ হবে। আমরা সকলেই একমত এখানে (দেশে) রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামে আছে, সেখানে বাংলাদেশ জাসদের ভূমিকাও রয়েছে।’
ইতিমধ্যে ছয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া সংলাপের কথা জানিয়ে আলি রীয়াজ বলেন, ‘আমরা আলোচনা অব্যাহত রাখব।’