'মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন দেয়া যাবে না'

জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় কথা বলছেন নাহিদ ইসলাম
জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় কথা বলছেন নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত হয়েছে, সেগুলো চিহ্নিত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতেই জাতীয় সনদ প্রবর্তন করা হবে বলে এমনটা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন দেয়া যাবে না।

সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা সমগ্রের সাথে মত দ্বিমত জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে সজাতীয় নাগরিক পার্টি। সংসদ ভবনের এলডি হলে আজ (শনিবার, ১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার আগেই হাজির হন এনসিপি নেতারা। বৈঠক শুরু হয় ঐকমত্য কমিশনের সাথে।

১৬৬টি সংস্কার প্রস্তাবনার মধ্যে ১১৩টির সাথে একমত হয়েছে এনসিপি। ২৯টি প্রস্তাবনার সাথে আংশিক এবং ২২টির সাথে দ্বিমত রয়েছে বলে জানায় দলটি।

এনসিপির প্রস্তাবনায় বলা হয়, নির্বাচন কমিশন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল থাকলে আলাদা করে প্রয়োজন নেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার দরকার। বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা, স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা এবং নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি না করাসহ এগুচ্ছ প্রস্তাবনা দেয়া এনসিপির পক্ষ থেকে।

নাহিদ ইসলাম বলেন, 'রাষ্ট্রীয় কাঠামোতে কোনোভাবেই যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এককভাবে কেউ যেনো ক্ষমতা আঁকড়ে ধরতে না পারে- এগুলোর বন্দোবস্তই মৌলিক সংস্কার। এসব সংস্কারের আগে নির্বাচন নয়।'

সংবিধান সম্পর্কিত বিষয়গুলোকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেয় এনসিপি। বিশেষ করে আসন্ন নির্বাচনটি গণপরিষদের মধ্য দিয়ে হওয়া দরকার বলেও মনে করেন তারা।

এসএস