বিভিন্ন জেলায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিভিন্ন জেলায় ইসলাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত | Ekhon Tv
0

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশের কয়েকটি জেলায়। স্লোগানে বক্তৃতায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা। ইসরাইলি পণ্য বয়কটসহ গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ, মিছিল ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংহতি জানায় শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ।

খুলনায় প্রতিবাদে নামে ছাত্রসমাজ। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) বেলা ১২টার পর থেকে নগরীর শিববাড়ি মোড়ে ছাত্রদলের নেতাকর্মীরা ও বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।

এ সময় প্ল্যাকার্ড হাতে নিয়ে ইসরাইলি পণ্য বর্জন, ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় বিচার দাবিসহ স্লোগান দেন তারা।

এদিকে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজের মূল গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা। 

এসময় সমাবেশ থেকে ইসরাইলি পণ্য বয়কটের পাশাপাশি গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে গাজীপুরে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। এতে অংশ নিয়েছে কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

এছাড়া ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কর্মী ও সমর্থকরা এতে অংশ নেয়। 

অপরদিকে একই দাবিতে মিছিল, মানববন্ধন কর্মসূচি করেছে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচিতে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁসির দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 

একই দাবিতে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও।

এসএইচ