‘আ.লীগকে রাজনৈতিকভাবে আমরা কোনোভাবেই দাঁড়াতে দেব না’

দেশে এখন
0

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোনোভাবেই দাঁড়াতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ (মঙ্গলবার, ১ এপ্রিল) বিকেলে গুমের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করা সংগঠন মায়ের ডাকের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় গুমে জড়িতদের এই সরকারের আমলেই বিচারের আশ্বাস দেন তিনি।

আদিবা ইসলাম হৃদির বাবার সাথে তার ঈদের কোনো স্মৃতি মনে নেই। তার বয়স যখন ২ বছর ৪ মাস, তখন ২০১৩ সালের ২ ডিসেম্বর বাবা পারভেজ হোসেনকে রাজধানীর শাহবাগ থেকে গুম করা হয়। ব্যবসায়ী বাবা জড়িত ছিলেন বিএনপির রাজনীতির সাথে।

৫ আগস্টের পর আয়নাঘর থেকে অনেকে মুক্তি পেলেও এখনো গুমের ভুক্তভোগী বহু পরিবারের ঈদ কাটে প্রিয় মানুষকে ছাড়া। কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই হারিয়েছেন। তাদের সবার ঈদ আনন্দ ফিকে হয়ে হয়ে গেছে।

ঈদুল ফিতর উপলক্ষ্যে মানবাধিকার সংগঠন 'মায়ের ডাক'-এর শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলায় গত আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া পরিবারের অনেকের কন্ঠে ছিল স্বজনকে খুজে পাওয়ার আর্তি। এসময়, ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পুরো দেশকেই জেলখানা বানিয়েছিল হাসিনা।

তিনি বলেন, ‘এখন বাংলাদেশের সবাই যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই শহরটি আবার গুমের শহর হবার সম্ভাবনা আছে। এই যে এই ঘটনাগুলো দেখলাম সেখানে ঢাকা তো গুমের শহর ছিল। পুরো দেশকেই জেলখানা বানিয়েছিল হাসিনা।’

অনুষ্ঠানে প্রধান অতিথির তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘হাসিনা এখনো ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে।’ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের শত্রু উল্লেখ করে তিনি বলেন, ‘গণহত্যাকারী এই দলের বিচার করতেই হবে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘আ.লীগ কেবলই বাংলাদেশের মানুষের শত্রু, এটি কোনো রাজনৈতিক দল নয়। গণহত্যাকারী এই দলকে আমরা আর কোনোভাবেই দাঁড়াতে দেব না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা তার বাবার হত্যার পরিশোধ নিতেই বিরোধী মতসহ সারাদেশের মানুষের ওপর অত্যাচার চালিয়েছে।’

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় যারাই গুমের সাথে জড়িত, এই সরকারের আমলেই তাদের বিচার করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় যারাই গুমের সাথে জড়িত ছিল, তাদরে বিচার এই সরকারের আমলেই হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা মাহফুজ।

ইএ