ঈদকে সামনে রেখে চিরচেনা রূপে ব্যস্ত সদরঘাট

দেশে এখন
0

ঈদকে সামনে রেখে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট। উপচেপড়া ভিড় ঠেলে অনেকে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চের ছাঁদে উঠে ফিরছেন বাড়ি।

ঈদের ছুটি পরিবারের সাথে কাটাতে আজ (শুক্রবার, ২৮ মার্চ) সকাল থেকেই সদরঘাটে শুরু হয় ঘরফেরা মানুষের চাপ। বাড়তি মানুষের চাপে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যায় দক্ষিণাঞ্চলের অধিকাংশ গন্তব্যের লঞ্চ।

বিকেলে ঘরফেরা মানুষের সার্বিক অবস্থা ঘুরে দেখতে আসে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

অতিরিক্ত যাত্রী নেয়ার অভিযোগে এ সময় ১ লাখ টাকা জরিমানা করা হয় ১ টি লঞ্চের মালিককে। পরে নৌ-যাত্রা নিরাপদ করার জন্য সার্বিক অবস্থা তুলে ধরেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, 'সরকার নির্ধারিত ভাড়ার থেকে কম নিচ্ছে লঞ্চ মালিকরা।' নিরাপদ যাত্রার জন্য সব ধরনের প্রস্তুতি নৌপরিবহন মন্ত্রণালয়ের আছে বলেও জানায় উপদেষ্টা।

ইএ