গণতান্ত্রিক উত্তরণে বান কি মুনের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা

দেশে এখন
0

গণতান্ত্রিক উত্তরণের জন্য বান কি মুনের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বৈঠক করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সাথে। বাংলাদেশ থেকে ফল ও কৃষিপণ্য আরো ব্যাপকভাবে রপ্তানির জন্য সহায়তা চেয়েছেন চীনের খাদ্য ও কৃষি সংস্থার কাছে।

চীনের হাইনান প্রদেশে স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) বোয়াও সম্মেলনে উদ্বোধনীর বক্তব্যের পর সাইডলাইনে বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিনিয়োগকারীদের সাথে বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা।

বিকেলে বৈঠক করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সাথে। বৈঠকে বান কি-মুন বলেন, 'বাংলাদেশ অনেক এগিয়েছে। কিন্তু রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরো ভালো করা উচিত ছিল।'

এসময় বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য জাতিসংঘের সাবেক এই মহাসচিবের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে বান কি-মুন-এর সহায়তার পাশাপাশি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এছাড়া রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী এলেক্সি অভারচুকের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

অন্যদিকে বাংলাদেশ থেকে ফল ও কৃষিপণ্য আরো ব্যাপকভাবে রপ্তানির জন্য চীনের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা চেয়েছেন তিনি।

ইএ