কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গের বড় ঈদের জামাত উদযাপন

বিদেশে এখন
0

দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ঈদের জামাত হয়েছে কলকাতার ঐতিহাসিক রেড রোডে।

আজ (সোমবার, ৩১ মার্চ) সকাল থেকেই রেড রোডে আসতে শুরু করেন সর্বস্তরের মুসল্লিরা। সকাল ৯টার দিকে শুরু হয় ঈদের জামাত।

এতে একসঙ্গে নামাজ আদায় করেন এক লাখেরও বেশি মুসল্লি। এসময় দেশ ও জাতির মঙ্গল ও বিশ্বশান্তি কামনা করেন তারা।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

ঈদুল ফিতরের নামাজ উপলক্ষ্যে রেড রোডে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় সেখানে দেয়া সংক্ষিপ্ত ভাষণে মুসলিম সম্প্রদায়ের বাসিন্দাদের ঈদের শুভেচ্ছা জানান তিনি।

ইএ