সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর শাহী ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। বড় জামাতে অংশ নিতে শরিক হন নগরী, গ্রামাঞ্চলের মানুষ। ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
এছাড়া সকাল ৮টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। প্রথম সারিতে এবার নামাজ আদায় করেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, মেয়র ডা শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামী মহানগর আমির মো. শাহজাহান চৌধুরী, বিএনপির নেতারা।
একই সময়ে নগরের ৪১টি ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়া, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয়।