সামাজিক যোগাযোগমাধ্যমে দেশি-বিদেশি খেলোয়াড়দের ঈদ শুভেচ্ছা

অন্য সব খেলা
এখন মাঠে
0

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দেশি ও আন্তর্জাতিক তারকা খেলোয়াড়রা। ঈদ উৎসবের বাঁধভাঙা আনন্দ ছুঁয়ে গেছে দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনেও। বিশেষ দিনটি সবার জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।

সমর্থকদের জন্য ভালোবাসার এমন বার্তা দিয়েছেন ক'দিন আগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।

জুনে আবারও লাল সবুজের জার্সিতে খেলার প্রত্যয় ব্যক্ত করেন এই শেফিল্ড তারকার।

এদিকে ঈদ উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদরা।

মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে ভালোবাসার বার্তা নিয়ে শামিল হয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো ইউরোপিয়ান ক্লাবগুলোও।

ইএ