সড়ক-মহাসড়কে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভিড়

দেশে এখন
0

সড়ক-মহাসড়কে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভিড়। অনেক স্থানে মহাসড়কেই সিএনজি অটোরিকশা ও যত্রতত্র যাত্রী ওঠানামায় কিছুটা ধীরগতি থাকলেও আগের মতো তীব্র যানজট নেই।

আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। তবে সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামায় মাঝে মাঝে তৈরি হচ্ছে যানজট।

এদিকে ত্রিশাল থেকে চুরখাই পর্যন্ত মহাসড়কে একপাশে বালু এবং পাথর বোঝাই ট্রাক থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ চালকদের। একই পরিস্থিতি ঢাকা-সিলেট মহাসড়কে।

ভেলানগর, ইটাখোলা মোড়, মাধবদীসহ অন্তত ৮টি পয়েন্টে যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। একইসঙ্গে বাসের বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনেকটা স্বস্তিতেই যাত্রা করছেন ঘরমুখো মানুষ।

সড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি দ্বায়িত্ব পালন করছেন সেনাবাহিনী। এছাড়া, সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও টাঙ্গাইল মহাসড়কে নেই চিরচেনা যানজটের চিত্র।

তাই স্বস্তি নিয়ে ফিরছে এ পথের যাত্রীরা। তবে শিল্প কারখানা ছুটি হলে মহাসড়কে যাত্রীর চাপ কয়েকগুণ বাড়বে বলছেন চালকরা।

ইএ