রাজধানীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা যায়, পরিবার পরিজন নিয়ে বিভিন্ন কাপড়ের দোকানে ভিড় করছেন ক্রেতারা। শেষ দিকে পোশাকের পাশাপাশি বেড়েছে প্রসাধনীর চাহিদা।
ক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। তবে সে অনুযায়ী পোশাকের মান নেই বলে অভিযোগ তাদের। রয়েছে নতুন ডিজাইনের পোশাকের অভাব।
তবে দাম ক্রেতাদের হাতের নাগালেই রাখার দাবি করছেন দোকানিরা। এই মুহূর্তে নারী ও শিশুদের পোশাক বেশি বিক্রি হচ্ছে বলে জানান তারা। বেড়েছে পাঞ্জাবি ও জুতার চাহিদাও।
কিন্তু গত বছরের তুলনায় রমজানের এই সময়ে ক্রেতা সমাগম কম বলে জানান বিক্রেতারা। তবে রোজার শেষ ৫ দিনে কেনা-বেচা আরো বাড়বে বলে আশা তাদের।