অতিথি আপ্যায়নে আগরতলায় গেলো ৩০০ কার্টন শুকনো খাবার-জুস

এখন জনপদে
দেশে এখন
0

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের জন্য বাংলাদেশ থেকে ৩০০ কার্টন শুকনো খাবার ও জুস পাঠানো হয়েছে।

আজ (শনিবার, ২২ মার্চ) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এ সব খাবার পাঠানো হয়।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য চানাচুর, বিস্কুট, জুস, ডাল ভাজা ও চিপস পাঠানো হয়েছে।

শুকনো এসব খাবার পাঠানোর সময় আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক সোহেল রানা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনারের প্রতিনিধি চঞ্চল দে উপস্থিত ছিলেন।

এসএস