ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় ইমাম পরিষদ। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় তারা।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা থামাতে হবে, অন্যথায় বিশ্বের মুসলিম সমাজ জেগে উঠবে। এ সময় জাতিসংঘের সমালোচনা করে তারা বলেন, জাতিসংঘ শুধুই ক্ষমতাসীনদের পক্ষে থাকে।
চলমান গণহত্যায় জাতিসংঘসহ বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলোর নীরবতার সমালোচনা করেন তারা।