আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার হাতিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার এসআই নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে চাল ভর্তি ট্রাক ও আলু ভর্তি ট্রাকের মধ্যে হাতিয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাক চালক মারা যান। আহত হন আরও দুইজন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ব্যক্তিকে ট্রাক থেকে বের করে ট্রাক ও নিহত ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।