গণঅভ্যুত্থানে শহীদ সেলিমের শিশুসন্তানের দায়িত্ব নিলেন জামায়াত আমির

আন্দোলনে শহীদ সেলিমের শিশুসন্তানের দ্বায়িত্ব নিলেন জামায়াত আমির | এখন টিভি
0

অন্তঃসত্তা স্ত্রীকে রেখে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন ঝালকাঠির যুবক সেলিম তালুকদার। সাত মাস পর সম্প্রতি কন্যা সন্তানের জনক হয়েছেন তিনি। তবে মেয়ের মুখ দেখার সৌভাগ্য হারিয়েছে বাবা-মেয়ে দুজনেই। কল্পনার ক্যানভাসে সেই উপলব্ধি উঁকি দিতেই বেদনার ঝড় তোলে স্ত্রী সুমি আক্তারের মনে। অভিভাবকহীন পরিবারটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাবাহারা নবজাতককে দেখতে সুমি আক্তারের বাড়িতে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নবজাতকের সুন্দর নাম রেখে দায়িত্ব নেন শিশুটির ভবিষ্যৎ প্রতিপালনের।

ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে গত ৮ মার্চ রাতে জন্ম নেয় ফুটফুটে কন্যাসন্তান রোজা। শিশুটিকে দেখতে আজ (সোমবার, ১৭ মার্চ) দুপুরে হেলিকপ্টারে করে শহরের কবিরাজ বাড়ি এলাকায় রোজার নানাবাড়িতে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় নবজাতকের মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হন শিশুটির বাবা সেলিম তালুকদার। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীহারা হন নবজাতকের মা সুমী আক্তার। অভিভাবকহীন পরিবারটির পাশে দাঁড়িয়েছেন জামায়াতের আমির।

নবজাতেকর নাম দিয়েছেন সায়মা সেলিম রোজা। দায়িত্ব নেন শিশুটির ভবিষ্যৎ প্রতিপালনেরও।

এর আগে পরিবারটিকে দুই লাখ টাকার অর্থ সহায়তা দেয় জামায়াতে ইসলামী। শিশু রোজার পাশে থাকার প্রতিশ্রুতিতে কৃতজ্ঞতার কথা জানান শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারসহ তার পরিবার।

নিহত সেলিম তালুকদারের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামে। গত বছর ১৮ জুলাই রাজধানীর মধ্যবাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন। এর ১৩ দিন পর মারা বাবা মায়ের একমাত্র ছেলে সেলিম।

এসএস