রাজধানীর মিরপুর-১ এর চিলড্রেন পার্কের পাশে নিহত হয় রনি নামের এক শ্রমিক। এলাকাবাসীর অভিযোগ, ঐ এলাকার কয়েকজন এলোপাতাড়ি কোপানো হয়। এরপর মারা যান রনি। এর পরই ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী, পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, হরহামেশাই এখানে ঘটছে মাদকের রমরমা কারবার। যাকে কেন্দ্র করে ঘটছে নানান দুর্ঘটনা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের।
ঘটনা তদন্ত করে দেখার কথা বলেন প্রশাসন। জানান, জড়িতদের আনা হবে আইনের আওতায়।
পল্লবী জোন এডিসি মো. জাকারিয়া বলেন, ‘আমরা অপরাধীদের এখনো খুঁজছি। অভিযান অব্যাহত আছে এখনো।’
এদিকে, একই রাতে রাজধানীর শান্তিনগরে ঘটে চাঁদাবাজির ঘটনা। স্থানীয়রা খবর পেলে তাদের আটক করে। এলাকাবাসীর বক্তব্য ১০ জনের মত একটি দল চাঁদা দাবি করে এক বাড়ির মালিকের কাছে।
বাড়ির মালিক বলেন, ‘আমার কাছে তারা তিন লাখ টাকা চাঁদা দাবি করে।’ পুলিশ বলছে, তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা।
পল্টন মডেল থানা উপ-পরিদর্শক মো. সাইফুর রহমান বলেন, ‘চাঁদা দাবির জন্য কিছু সংখ্যক লোককে জনগণ আটক করে রাখে। তাদেরকে থানায় নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
এলাকাবাসী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলার কথা রয়েছে।