প্রথম দুই ঘণ্টাতেই ভোট পড়েছে ২৫ লাখেরও বেশি। দেশটির ১৪ হাজার ২৯৫টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
মোতায়েন করা হয়েছে ৩০ হাজার পুলিশ সদস্য। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দক্ষিণ কোরিয়ার এবার মোট ভোটারসংখ্যা প্রায় ৫ কোটি।
৭ জন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়লেও মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে ডিপিকে ও পিপিপি এই দুই রাজনৈতিক দলের মধ্যে। গেল বছর ডিসেম্বরে সামরিক আইন জারির জেরে অভিশংসিত হন তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইওল।
কয়েকমাস রাজনৈতিক অস্থিরতার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন।