ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশ জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
একদিকে চলছে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশি-বিদেশি প্রতিনিধিদের মতামতও নিচ্ছে কমিশন।
আজ (রোববার, ১৬ মার্চ) সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় দেড় ঘণ্টার বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত এবং সিইসি এ এম এম নাসির উদ্দিন। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ওনারা আন্তর্জাতিকমানের একটা নির্বাচন দেখতে চান, যেটার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তারা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন চান, এটা আমরাও চাই এবং এটা জাতির কাছে আমাদের ওয়াদা। আমরা নিরপেক্ষভাবে কাজ করবো, সেটা আগেও ঘোষণা দিয়েছি।’
নির্বাচনী পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহী ইইউ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরকে কীভাবে ট্রেইনিং দেয়া যায়, সে ব্যাপারে আমরা তাদের কাছে সহযোগিতা চেয়েছি। ভোটার এডুকেশনের ব্যাপারে, ডমেস্টিক অবজার্ভারদের প্রশিক্ষণের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছে।’
এসময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামীর নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবেন ইউরোপীয় ইউনিয়ন।
এর আগে গত মঙ্গলবার ঐকমত্য কমিশনে সাথে বৈঠক করেন মাইকেল মিলার। এতে বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়।